কচুয়ায় শিশুদের জন্মনিবন্ধনে উদ্ধুদ্ধকরণে ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২; সময়: ৩:০৪ অপরাহ্ণ |
কচুয়ায় শিশুদের জন্মনিবন্ধনে উদ্ধুদ্ধকরণে ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক,কচুয়া : চাঁদপুরের কচুয়ায় এক থেকে ৪৫ দিনের মধ্যে শিশুদের জন্মনিবন্ধনে উদ্ধুদ্ধকরনের লক্ষে ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন।

সোমবার উপজেলার ৮নং কাদলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শিশুদের জন্মনিবন্ধন করায় ইউপি চেয়ারম্যান নূরে-ই আলমের নিজ অর্থায়নে প্রায় ৫০জনের মাঝে শিশু খাদ্য ও খেলা সামগ্রী প্রদান করেন। তবে ওই ইউনিয়নের শিশুদের জন্মনিবন্ধনে উদ্ধুদ্ধকরনের লক্ষে কার্যক্রম চলমান অব্যাহত থাকবে।

কাদলা ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত বলেন, কাদলা ইউনিয়নে ১দিন থেকে ৪৫ দিনের মধ্যে কোনো শিশু জন্মনিবন্ধন করা হলে তাদের পরিবারের মাঝে শিশু খাদ্য ও খেলা সামগ্রী প্রদান করা হবে। ইউনিয়নের প্রতিটি সাধারন মানুষের নাগরিক সেবা প্রদানের লক্ষে আমরা বদ্ধপরিকর। সবাই জন্মনিবন্ধনে করতে এ ব্যতিক্রমী কার্যক্রম হাতে নিয়েছি। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপজেলা যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মজুমদার মাহি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক শরীফ মজুমদার, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক হামিদ খান, ইউপি সদস্য আলাউদ্দিন, কাউছার প্রধান, মিজানুর রহমান, মোশাররফ হোসেন ও সাবেক সদস্য মানিক হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে