হাসপাতাল থেকে নবজাতক চুরি, চারদিন পর উদ্ধার

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২; সময়: ১১:৪৪ পূর্বাহ্ণ |
হাসপাতাল থেকে নবজাতক চুরি, চারদিন পর উদ্ধার

পদ্মাটাইমস ডেস্ক : সরকারি সহযোগিতা দেওয়ার আশ্বাসে বগুড়া শজিমেক হাসপাতাল থেকে চুরি যাওয়া এক নবজাতক চার দিন পর উদ্ধার হয়েছে। রোববার (১৩ নভেম্বর) গাজীপুরের চন্দ্র এলাকা থেকে শিশুটি উদ্ধার করা হয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দীকী জানান, রোববার সকালে গাজীপুরের চন্দ্রা এলাকায় এক বৃদ্ধা শিশুটিকে পলিথিনে মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখেনে। খবর পেয়ে বগুড়া থেকে পুলিশের একটি টিম নবজাতকের স্বজনদের নিয়ে রওনা দেয়। সেখানে গিয়ে কুড়িয়ে পাওয়া শিশুটিকে নিজেদের সন্তান বলে দাবি করেন বাবা-মা। পরে ওই নবজাতককে নিয়ে রোববার রাত ১১টায় তারা বগুড়া সদর থানায় এসে পৌঁছান।

পরে বগুড়া সদর থানা থেকে শিশুসহ তার মাকে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সোমবার তাদের আইনি প্রক্রিয়া মোতাবেক আদালতে পাঠানো হবে এবং আদালতের অনুমতি নিয়ে পুলিশ তাদের বাড়ি পৌঁছে দিবে ৷
শিশুটির মায়ের নাম ইতি বেগম, বাবা সৈকত হাসান। তারা বগুড়া সদর উপজেলা এরুলিয়া বানদীঘি এলাকার বাসিন্দা।

জানা গেছে, শিশুটিকে গত বুধবার (৯ নভেম্বর) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এক নারী চুরি করেন।

শিশুটির স্বজনেরা জানান, সরকারি সহায়তার আশ্বাস দিয়ে চার দিন বয়সী ওই নবজাতককে খালার কাছে থেকে চুরি করে নিয়ে যান অজ্ঞাত এক নারী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে