বিশ্বের বিভিন্ন দেশে নানা দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২; সময়: ১১:১৭ পূর্বাহ্ণ |
বিশ্বের বিভিন্ন দেশে নানা দাবিতে বিক্ষোভ

পদ্মাটাইমস ডেস্ক : স্পেনে সরকারের স্বাস্থ্যনীতির সমালোচনা করে সড়কে আন্দোলন করছেন হাজার হাজার স্বাস্থ্যকর্মী। তাদের অভিযোগ, সরকারের ভুলনীতির কারণে ধ্বংসের মুখে দেশটির প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা। এদিকে আলবেনিয়ায় জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সরকারবিরোধী বিক্ষোভ করেন বিরোধী দলের সমর্থকরা। এ ছাড়া সার্বিয়ায় বায়ুদূষণ তীব্র আকার ধারণ করায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে আন্দোলন করেন পরিবেশবাদীরা

রোববার (১৩ নভেম্বর) স্পেনের রাজধানী মাদ্রিদের সিবেলস চত্বরের হাজার হাজার মানুষের বিক্ষোভে অংশ নেয়। এদিন দেশটির সরকারের নেয়া স্বাস্থ্যনীতির প্রতিবাদ জানিয়ে সেখানে জড়ো হন অন্তত দশ হাজার আন্দোলনকারী। অংশ নেন স্বাস্থ্যকর্মী, সাধারণ নাগরিক, শ্রমিক সংগঠন ও বামপন্থি দলের সদস্যরা। ড্রাম বাজিয়ে, স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন ওই এলাকা।

আন্দোলনকারীদের অভিযোগ, স্পেনের সবচেয়ে ধনী শহর হওয়া সত্ত্বেও মাদ্রিদের প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে সরকারের ব্যয় অনেক কম। স্থানীয় সরকারের তহবিল কমানো এবং কর্মী ছাঁটাই আগের তুলনায় বেড়েছে। এতে চাকরি নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন স্বাস্থ্যকর্মীরা। এ সময় দেশটির প্রেসিডেন্টের পদত্যাগের দাবিও জানান অনেকে। প্রতিবাদস্বরূপ আন্দোলনে প্রেসিডেন্টের আদলে গড়া একটি পাপেটও নিয়ে আসেন তারা।

জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সরকারের পদত্যাগের দাবিতে রোববার আলবেনিয়ার রাজধানী তিরানায় সরকারি ভবনের সামনে বিক্ষোভে নামেন বিরোধী দলের কয়েক হাজার সমর্থক। প্রথমে শান্তিপূর্ণ আন্দোলন চললেও একপর্যায়ে একদল বিক্ষোভকারী পুলিশি বাধা তোয়াক্কা না করেই ভবনের কাছে চলে গেলে দু’পক্ষের সংঘর্ষ হয়। এ সময় এক বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। আলবেনিয়ায় চলতি বছর ৮ শতাংশ মূল্যবৃদ্ধি পেয়েছে। রুশ-ইউক্রেন যুদ্ধের জেরে খাদ্য ও জ্বালানির দাম বেড়েছে অনেক।

এদিকে সার্বিয়ায় বায়ুদূষণের পরিমাণ তীব্র আকার ধারণ করায় দুশ্চিন্তায় সাধারণ মানুষ। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে তাই ব্যানার, প্ল্যাকার্ড হাতে রোববার রাজধানী বেলগ্রেডের সড়কে নামেন কয়েকশ’ পরিবেশবাদী। বায়ুর মান উন্নয়নের পাশাপাশি কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ও নদীদূষণ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

তারা বলেন, পঞ্চমবারের মতো আমরা বায়ুদূষণ ইস্যুতে প্রতিবাদে নেমেছি। এটি সার্বিয়ার অন্যতম প্রধান মানবীয় সমস্যা। আশা করছি, এ বছর সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

প্রতি বছর বিষাক্ত বাতাসের কারণে সার্বিয়ায় হাজারো মানুষের মৃত্যু হয় বলে জানান আন্দোলনকারীরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে