৪ লাখে গাড়ি আসছে ভারতের বাজারে

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২; সময়: ৯:৪৩ পূর্বাহ্ণ |
৪ লাখে গাড়ি আসছে ভারতের বাজারে

পদ্মাটাইমস ডেস্ক  : গাড়ি কেনার শখ কার না থাকে? তবে শখ থাকলেও তা সাধ্যের মধ্যে নেই বেশিরভাগ মানুষেরই। তবে ইলেকট্রিক গাড়ির হাত ধরে সেই স্বপ্ন পূরণের পথ সহজ হচ্ছে ভারতের বাজারে। মাত্র ৪ লাখ টাকায় ভারতের বাজারে মিলবে ইলেকট্রিক গাড়ি।

ভারতীয় সংবাদমাধ্যম আজতাক এক প্রতিবেদনে জানিয়েছে, ইলেকট্রিক গাড়ির বাজারে প্রবেশ করতে যাচ্ছে নতুন একটি সংস্থা। পিএমভি ইলেকট্রিক নামে সংস্থাটি মাইক্রো ইএএস-ই নামে গাড়ি আনছে।

চার দরজা, দুই আসনের এই গাড়ি প্রতিদিনের যাতায়াতের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। তিনটি আলাদা ভেরিয়্যান্ট ও রঙে পাওয়া যাবে গাড়িটি।

গাড়ির নির্মাতারা বলছেন, এই গাড়িতে দেওয়া হয়েছে আধুনিক ফিচার এবং প্রযুক্তি। সহজ ড্রাইভিং মোডের পাশাপাশি ক্রুজ কন্ট্রোলের মতো ফিচারও রয়েছে এতে। এই গাড়িতে দুজনের বসার ব্যবস্থা রয়েছে। একজন সামনে বসবেন এবং অন্যজন পেছনে। একবার চার্জে ১৬০ কিলোমিটার থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত চলবে গাড়িটি। রিমোটের মাধ্যমে গাড়ির এয়ার কন্ডিশন, হর্ন, জানালা এবং আলো নিয়ন্ত্রণ করা যাবে।

আনুষ্ঠানিকভাবে গাড়িটির দাম এখনও ঘোষণা করা হয়নি। তবে ভারতীয় মুদ্রায় ৪ লাখ থেকে ৬ লাখের মধ্যে এর দাম থাকতে পারে। গাড়িটির দাম ৪ লাখ টাকা হলে সেটাই হবে ভারতের বাজারে সবচেয়ে সস্তা বৈদ্যুতিক চার চাকা। এ গাড়ির সবচেয়ে বড় অসুবিধা হবে গাড়িতে মাত্র দুজন বসতে পারবেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে