বাংলা সিনেমায় কাজ করতে চান রাম চরণ

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২; সময়: ৯:৪৬ পূর্বাহ্ণ |
খবর > বিনোদন
বাংলা সিনেমায় কাজ করতে চান রাম চরণ

পদ্মাটাইমস ডেস্ক : ব্লকবাস্টার ‘আর আর আর’ ছবিতে আল্লুরি সীতারামা রাজু চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিলেন। দক্ষিণি ইন্ডাস্ট্রির সুপারস্টারদের মধ‍্যে তিনি একজন। একের পর এক হিট ছবি দিলেও এর দৌলতে তার জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। বুঝে গিয়েছেন নিশ্চয়ই? কথা হচ্ছে রাম চরণের ব‍্যাপারে।

এতদিন দক্ষিণি ছবিতেই নিজের জলবা দেখিয়েছেন রাম চ‍রণ। এবার তিনি আসতে চলেছেন বাংলা ইন্ডাস্ট্রিতে। আর এ খবর নিজেই জানিয়েছেন অভিনেতা। সম্প্রতি এক সংবাদ মাধ‍্যমের অনুষ্ঠানে ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করতে দেখা যায় রাম চরণ ও অক্ষয়কে।

সকলেই জানান, বিগত এক-দেড় বছর ধরে বলিউডের পরিস্থিতি রীতিমতো বেহাল। দুটি ছবি বাদে আর একটাও লাভের মুখ দেখেনি। অন‍্যদিকে দক্ষিণি ইন্ডাস্ট্রিতে সব ছবিই সুপারহিট। এমন অবস্থায় করণীয় কী? দুজনেরই মতে, ফিল্ম ইন্ডাস্ট্রির নতুন করে রূপদান করা উচিত।

অক্ষয় বলেন, ‘দর্শকের পছন্দ বদলাচ্ছে। আর বলিউড সাউথের মাঝে সীমা না টেনে বরং সমস্ত ইন্ডাস্ট্রি মিলে ভারতীয় চলচ্চিত্র হওয়া উচিত। দর্শকদের পছন্দটাই শেষ কথা। তারা যা চায় সেটাই দিতে হবে। আর তার জন‍্য সবকিছু নতুন করে শুরু করা দরকার।’

‘আর আর আর’ ছবির সাফল‍্যের বিষয়ে উচ্ছ্বসিত রাম চরণ জানান, তিনি সবসময়ই চেয়ে এসেছেন, ভাষা রাজ‍্যের গণ্ডি ছাড়িয়ে সর্বত্র ছড়িয়ে পড়ুক সিনেমা। রজনীকান্ত, কমল হাসান কিংবা তার বাবা চিরঞ্জিবী এক্ষেত্রে অনেকটাই সফল‌। আর এখন তারা ইন্ডিয়া সিনেমা ইউনিট হয়ে উঠেছেন।

এরপরেই অভিনেতা বলেন, ‘আমি গুজরাটি ও বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করতে চাই। আমার বাংলা ছবি খুব ভালো লাগে। ওখান থেকে কেউ আমাকে সুযোগ দিলে আমার খুব ভাল লাগবে। আমি চাই একটা মিলিত ইন্ডাস্ট্রি তৈরি হোক যেখানে সীমানাগুলো অদৃশ‍্য থাকবে।’

রাম চরণের এই মন্তব‍্যের পরেই জল্পনা শুরু হয়েছে টলিউডে। বাংলা ইন্ডাস্ট্রি থেকে অনেকেই দক্ষিণে গিয়ে কাজ করছেন। রাম চরণ বাংলা ছবিতে অভিনয় করলে সেটা নিঃসন্দেহে বড় ব‍্যাপার হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে