রাবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২২; সময়: ৪:১৮ অপরাহ্ণ |
রাবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

রোববার(১৩নভেম্বর)বেলা ১২ টার দিকে রাজশাহী বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে।

এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল, ভর্তি পরীক্ষায় জালিয়াতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ফেল করা শিক্ষার্থীর পুনরায় ভর্তি বাতিলের দাবি জানান।

এছাড়াও তারা দাবি করেন, পোষ্য কোটার কারণে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মেধাবী শিক্ষার্থীরা বৈষম্যের স্বীকার হচ্ছে এবং ফেল করা শিক্ষার্থীদের ভর্তি বাতিল না করায় বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হচ্ছে। ভর্তি জালিয়াতি চক্রের সাথে জড়িত সবাইকে চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নিলে মেধাবী শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে