রাজশাহীতে ফ্রিল্যান্সারদের মিটআপ

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২; সময়: ১১:০৫ অপরাহ্ণ |
রাজশাহীতে ফ্রিল্যান্সারদের মিটআপ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভলপমেন্ট সোসাইটির উদ্যোগে রাজশাহীতে ফ্রিল্যান্সার মিটআপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) নগরীর বঙ্গবন্ধু হাইটেক পার্কের শেখ কামাল আইটি ও ইনকিউবেশন সেন্টারে এই মিটআপের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভলপমেন্ট সোসাইটির জেনারেল সেক্রেটারি মাহফুজুর রহমান, সংগঠনটির নওগাঁ জেলার চেয়ারম্যান রিদওয়ান মোল্লা প্রমূখ।

মিটআপ অনুষ্ঠানে মাহফুজুর রহমান রাজশাহীর ফ্রিল্যান্সারদের নিয়ে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভলপমেন্ট সোসাইটির লক্ষ্য, উদ্দেশ্য এবং ফ্রিল্যান্সার কোর্স সম্পর্কে আলোচনা করেন।

তিনি বলেন, ‘ফ্রিল্যান্সার আইডি দিয়ে আমরা যে উপকারগুলো পাচ্ছি বা পাবো তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ। এই ফ্রিল্যান্সার আইডি কার্ড আমাদের একটা পরিচয় বহন করবে।’

অনুষ্ঠানের শেষে ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী তরুণদের নিয়ে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে