শিবগঞ্জে বিজিবি সদস্যের স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় মামলা

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২; সময়: ৪:৪৩ অপরাহ্ণ |
শিবগঞ্জে বিজিবি সদস্যের স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : শিবগঞ্জে উম্মে সালমা (২২) নামে বিজিবি সদস্যের স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে নিহতের  মা সাবেরা বেগম বাদি হয়ে শিবগঞ্জ থানায় পাঁচ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

নিহত সালমা ওই গ্রামের বদিউরের ছেলে বিজিবি সদস্য রনি আলীর স্ত্রী।

মামলার তদন্তকারী শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আনাম জানান, মামলায় নিহতের স্বামীকে প্রধান আসামী করা হয়েছে। এছাড়াও মেয়ের শ্বশুর বাড়ির সদস্যদেরও মামলায় আসামী করা হয়।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত চলছে। তদন্ত শেষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের নামো কয়লাদিয়াড় গ্রামের নিজ শয়ন কক্ষে ফ্যানের সঙ্গে সালমার ঝুলন্ত লাশ দেখে থানা পুলিশে খবর দেয় এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। শুক্রবার সকালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে