বাগেরহাটে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২; সময়: ১১:২৫ পূর্বাহ্ণ |
বাগেরহাটে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা

পদ্মাটাইমস ডেস্ক : বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানু ভুঁইয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায় বাড়ির কাছে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করা হয়।

নিহত তানু ভুঁইয়া (২৫) বাগেরহাট জেলা স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি শহরের বাসাবাটি এলাকার আব্দুর রব ভুঁইয়ার ছেলে।

বাগেরহাট মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, দুর্বৃত্তরা শহরের বাসাবাটি এলাকায় তানু ভুঁইয়াকে গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বাগেরহাট ২৫০ শয্যা শেখ রাজিয়া নাসের হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হত্যার কারণ উদঘাটন এবং হত্যাকারীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম জানান, শহরের বাসাবাটি এলাকার জনৈক ফরিদের সঙ্গে তানুর বিরোধ ছিল। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।

নিহত তানুর নামে বিভিন্ন সময়ে মাদক, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে আটটি মামলা রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে