মহাদেবপুরে রাতের আঁধারে জমির আধাপাকা ধান কর্তনের অভিযোগ

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২; সময়: ১০:৪৮ পূর্বাহ্ণ |
মহাদেবপুরে রাতের আঁধারে জমির আধাপাকা ধান কর্তনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে রাতের আঁধারে আড়াই বিঘা জমির আধাপাকা ধান কর্তন করে লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের লক্ষীপুর গ্রামে।

এ ঘটনায় চাকলা গ্রামের মৃত আছর উদ্দীনের পুত্র তফির উদ্দীন বাদী হয়ে শুক্রবার রাতে থানায় অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, লক্ষীপুর গ্রামের মৃত ময়েজ উদ্দীনের পুত্র ছইমুদ্দিন মন্ডল (৬৫), ছইমুদ্দিনের পুত্র আনিছার রহমান (৪০), তার জামাই আব্দুর রশিদ (৫০), আনিছার রহমানের পুত্র মো. আকাশ (১৭), রাব্বি (১৬), ফজর আলীর জামাই মো. বেলাল হোসেন (৪০), মৃত কাশির পুত্র মো. মোস্তফা (৫৫), চাকলা গ্রামের মৃত সাকির আলীর পুত্র আজাদ আলী (৫০) সহ অজ্ঞাত আরো ১০ থেকে ১৫ জন বৃহস্পতিবার মধ্যরাত থেকে তাদের আড়াই বিঘা জমির আধাপাকা ধানের শীষ কেটে লুট করে নিয়ে যায়।

শুক্রবার সকাল ৬ টার দিকে তারা জমিতে গিয়ে দেখতে পান কে বা কাহারা তাদের আড়াই বিঘা জমির ধানের শীষ কেটে লুট করে নিয়ে গেছে। বিষয়টি তারা স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুস সামাদকে জানান এবং খোঁজাখুজির এক পর্যায়ে সাবেক মেম্বার ছইমুদ্দিন মন্ডলের বাড়ির খলিয়ানে আধাপাকা ধানের শীষগুলো দেখতে পান।

পরে তারা ইউপি সদস্য আব্দুস সামাদকে সাথে বিবাদীদের বাড়ির খলিয়ান থেকে আধাপাকা ধানের শীষগুলো উদ্ধার করে তাদেও বাড়িতে নিয়ে আসে। এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফ্ফর হোসেন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে