জয়পুরহাটে কেক কেটে ডিজিটাল সেন্টারের যুগপূর্তি উদযাপন

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২; সময়: ১০:০২ অপরাহ্ণ |
জয়পুরহাটে কেক কেটে ডিজিটাল সেন্টারের যুগপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটে কেক কেটে ডিজিটাল সেন্টারের এক যুগপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেক কাটা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মহিউদ্দিন জাহাঙ্গীর,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম হাবিবুল হাসান,ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান শামীম, পুরানাপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত,,জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ প্রমুখ।

জেলা প্রশাসক শরিফুল ইসলাম বলেন, ২০১০ সালে প্রতিষ্ঠারর সময়ে সংশয় থাকলেও ইউনিয়ন ডিজিটাল সেন্টার এখন বাস্তবতা এবং তৃণমূলে থেকে মানুষের কাংখিত সেবা প্রাপ্তির কেন্দ্রবিন্দু। এসব সেন্টারের মাধ্যমে মানুষের দুর্ভোগ কমেছে, অর্থ ও সময়ের সাশ্রয় হয়েছে। এই সেন্টারগুলোই ডিজিটাল বাংলাদেশের বাতিঘর।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে