সিরাজগঞ্জে ইকোপার্ক এলাকায় ছিনতাই করা মালামালসহ ৩ জন গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২; সময়: ৬:০৫ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে ইকোপার্ক এলাকায় ছিনতাই করা মালামালসহ ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কেও প্রধান গেইট থেকে ছিনতাই করার অভিযোগে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এই ঘটনায় উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত মোবাই ও টাকা। জব্দ করা হয়েছে ছিনতাই এ ব্যবহৃত মটর সাইকেল।

শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানায় এক সংবাদ সম্মেলনে সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির জানান, গত ১ নভেম্বর বিকেলে সিরাজগঞ্জ থানাধীন সয়দাবাদ ইকোপার্কের সামনে ইট বিছানো রাস্তার উপর হতে ০২ টি মোটর সাইকেল যোগে ০৪ জন অজ্ঞাতনামা ছিনতাইকারী ইকো পার্কে ঘুরতে আসা ০২ জন ব্যক্তিকে ঘিরে ধরে ভয়ভীতি দেখিয়ে নগদ ৮শ ৮০ টাকা ও ০২ টি মোবাইল সেট জোর পূর্বক ছিনিয়া নিয়ে চলে যায়।

এ ঘটনায় ঐ দিন রাতেই দুই ব্যক্তি অজ্ঞাত আসামী দিয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি ছিনতাই এর অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ সুপার অফিফুর রহমান মন্ডলের নির্দেশ সদর থানা পুলিশ অভিযান করে সিরাজগঞ্জের সয়দাবাদ থেকে ছিনতাই এর ঘটনায় জড়িত ২ ছিনতাইকারী এবং তাদের সহযোগীতার অভিযোগে এক দোকানদারকে গ্রেফতার করে।

এসময় তাদের নিকট থেকে ছিনতাই হওয়া ২টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয় এবং ছিনতাই এর কাজে ব্যবহৃত মটর সাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো সিরাজগঞ্জ সদর থানা হরিপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম(২০), হযরত আলীর ছেলে ইব্রাহীম খলিল লিমন (১৪) এবং ডিগ্রিরচর, গ্রামের হেলাল শেখ ছেলে মোঃ আব্দুর রহিম (৩৪)।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করেছে তারা পেশাদার ছিনতাইকারী, বিভিন্ন স্থানে তারা ছিনতাই করে থাকে। আর ছিনতাইকৃত মোবাইলের লক প্রযুক্তির মাধ্যমে খুলে দেয়া আই এমই নম্বর পরিবর্তন করার কাজ করতেন আব্দুর রহিম।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সার্বিক আইনানুগ প্রস্তুতি শেষে বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে