বাগাতিপাড়ায় নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২; সময়: ৫:৫১ অপরাহ্ণ |
বাগাতিপাড়ায় নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক, নাটোর : নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সাদেকুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার ইউএিনও পার্ক এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত সাদেকুল ইসলাম উপজেলার মুরাদপুর গ্রামের সিদ্দিকের ছেলে।

পুলিশ ও ফায়ার স্টেশন অফিস সুত্রে জানাযায়, উপজেলার মুরাদপুর গ্রামের ৮ যুবক প্রতিবছরের মত এবারও বড়াল নদীতে জাল ফেলে মাছ ধরতে উপজেলার ইউএনও পার্ক এলাকায় আসে। শুক্রবার বেলা ১১টার দিকে সকলেই একসাথে নদীতে জাল ফেলার সময় সাদেকুল পা পিছলে নদীতে পড়ে ডুবে যায়। খোজাখুজি করেও তাকে না পেয়ে দমকল কর্মীদের খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে উপজেলার দয়ারামপুর ফায়ারস্টেশন কর্মীরা ঘটনাস্থলে এসে সাদেকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

দয়ারামপুর ফায়ার স্টেশন কর্মকর্তা মনজুরুল ইসলাম বলেন, তারা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসেন এবং নিহতের সঙ্গিদের কাছে থেকে ঘটনা শুনে পানিতে অনুসন্ধান শুরু করেন। প্রায় এক ঘন্টার চেষ্টায় সালেকুলের মরদেহ উদ্ধার করা হয়।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এরা গতবছরও নদীতে মাছ ধরতে বাগাতিপাড়া ইউএনও পাকর্ এলাকায় আসে। মাছ ধরতে আসা সাদেকুল সহ সকলেই জাল ফেলার সময় পা পিছলে নদীতে পড়ে ডুবে যায় সাদেকুল। পরে ফায়ার স্টেশন কর্মীরা তার মরদেহ উদ্ধার করে। নিহত সাদেকুল একজন অনিয়মিত আনসার সদস্য বলে জেনেছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে