মহাসমাবেশে রাজশাহী জেলা যুবলীগের বিশাল মিছিল

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২; সময়: ৩:৪০ অপরাহ্ণ |
মহাসমাবেশে রাজশাহী জেলা যুবলীগের বিশাল মিছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক : যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহাসমাবেশকে ঘিরে মিছিলে মিছিলে মুখরিত ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান এলাকা।

এই সমাবেশে যোগ দিয়েছেন রাজশাহী জেলা যুবলীগ নেতৃবৃন্দ। এদের সাথে আছেন জেলার বিভিন্ন উপজেলা যুবলীগ কমিটির সদস্যরাও।

বেলা ১১টার দিকে জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন জানান, শুক্রবার বেলা আড়াইটার দিকে সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল ৯টা থেকেই যুব নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে নানা রঙের টিশার্ট পরে, ক্যাপ মাথায়, প্ল্যাকার্ড হাতে বাদ্যবাজনা বাজিয়ে সমাবেশ স্থলে আসছেন।

তাদের মুখে শোনা যাচ্ছে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান। কোনো কোনো মিছিলে ‘নৌকা নৌকা’ স্লোগানও শোনা যাচ্ছে।

তিনি জানান, এরইমধ্যে সমাবেশ এলাকা জনসমুদ্রে রূপ নিয়েছে। রাজশাহী যুবলীগ থেকে মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হয়েছেন, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ্, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, সহ-সভাপতি মাহমুদ হাসান ফয়সাল, মোজাহিদ হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন ও সেজানুর রহমান, সহ-সম্পাদক সেলিম জাহাঙ্গির, প্রচার-সম্পাদক ইঞ্জিঃ রফিকুরজ্জামান, দপ্তর-সম্পাদক মিজানুর রহমান(পল্লব), অর্থ-সম্পাদক হাফিজুর রহমান, উপ-প্রচার সম্পাদক শাহদৎ হোসেন পিন্টু, সদস্য জৌলুশ মাহমুদ জেমস, মুক্তার হোসেন, পবা যুবলীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম প্রমূখ।

সোহরাওয়ার্দী উদ্যানে প্রস্তুতকৃত বিশাল প্যান্ডেলে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাসমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

করোনা ভাইরাস মহামারী শুরুর পর এটাই প্রথম কোনো রাজনৈতিক সমাবেশ, যেখানে প্রধানমন্ত্রী সরাসরি উপস্থিত থাকবেন।

এ সমাবেশের মধ্য দিয়ে রাজনৈতিক মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখার ঘোষণা আগেই দিয়ে রেখেছে আওয়ামী লীগ।

যুবলীগের মহাসমাবেশে দেশের ৬৪ জেলা থেকে ১০ লাখ নেতাকর্মীর সমাগম ঘটবে বলে সংগঠনের পক্ষ থেকে আগেই ঘোষণা দেওয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে