গোমস্তাপুরে ভোক্তা অধিদপ্তর ও র‌্যাবের অভিযানে ৩ প্রতিষ্ঠানের জরিমানা

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২; সময়: ৯:০১ অপরাহ্ণ |
গোমস্তাপুরে ভোক্তা অধিদপ্তর ও র‌্যাবের অভিযানে ৩ প্রতিষ্ঠানের জরিমানা

নিজস্ব প্রতিবেদক : র‌্যাব-৫ রাজশাহীর অভিযানে চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য ধ্বংস ও উৎপাদনের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিদপ্তর। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা থেকে অভিযান পরিচালনা করে র‌্যাবের সহায়তায় ভোক্তা অধিদপ্তর।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প রাজশাহীর একটি অপারেশন দল ১০ নভেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ চাঁপাইনবাবগঞ্জ নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানা এলাকায় একটি সমন্বিত অভিযান পরিচালনা করে।

এসময় ভেজালজাত দ্রব্য উৎপাদন, সংরক্ষণ এবং বাজারজাত করণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩/৪৪/৪৫ এবং ৫১ ধারা মোতাবেক ০৩ প্রতিষ্ঠানকে ৩,৩০,০০০/-(তিন লক্ষ ত্রিশ হাজার) টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ, ভেজাল এবং নকল দ্রব্য ধ্বংস করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে