মহাদেবপুরে ৭ দিনব্যাপী নাট্য প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২; সময়: ৭:১১ অপরাহ্ণ |
মহাদেবপুরে ৭ দিনব্যাপী নাট্য প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে অহিংসা ও অসাম্প্রদায়িকতা বিষয়ক ৭ দিনব্যাপী নাট্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নেটজ বাংলাদেশের কারিগরি সহযোগীতায় ডাসকো ফাউন্ডেশনের অহিংসা প্রকল্প এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। গত ২ নভেম্বর থেকে গতকাল পর্যন্ত উপজেলার জোয়ানপুর, জন্তিগ্রাম, খাজুর ও জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ে একযোগে এ নাট্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় এ ৪টি বিদ্যালয়ের ৬০ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে। এ প্রশিক্ষণ চলাকালে গত সোমবার নেটজ বাংলাদেশের প্রতিনিধি আফসানা বিনতে আমিন, ডাসকো ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের প্রতিনিধি এস এম ফখরুল বাশার, ডাসকোর কর্মকর্তা সৃজল তিগ্যা জন্তিগ্রাম উচ্চ বিদ্যালয় প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

এ সময় এ প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক নাট্যকার ও চিত্র নির্মাতা আজাদুল ইসলাম আজাদ ও জন্ত্রিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে