নিয়ামতপুরে দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২; সময়: ৭:০৯ অপরাহ্ণ |
নিয়ামতপুরে দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়। ১০ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চের সামনে ডিজিটাল উদ্ভাবনী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মোসাদ্দেকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, একাডেমীক সুপারভাইজার জাকির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার শহিদুর আলম, উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানা, উপজেলা সমাজসেবা অফিসার আসাদুল্লাহ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ।

বেলা ২টায় উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, একাডেমীক সুপারভাইজার জাকির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার শহিদুর আলম। আলোচনা শেষে বিজয়ী প্রতিষ্ঠান প্রতিনিধির হাতে প্রধান অতিথি প্রতিনিধিবৃন্দের হাতে ক্রেষ্ট তুলে দেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে