ধামইরহাটে ২ দিনব্যাপী বিতার্কিক কর্মশালা

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২; সময়: ৩:৫৫ অপরাহ্ণ |
ধামইরহাটে ২ দিনব্যাপী বিতার্কিক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে মাধ্যমিক আন্তঃস্কুল ও মাদ্রাসা বিতর্ক উৎসব ২০২২ উপলক্ষে ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে ২দিন ব্যাপী বিতার্কিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‘যুক্তিই হোক মুক্তি পথ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১০ নভেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে সামাজিক সংগঠন চিরিপাড়ের যুব সমাজের উদ্যোগে ও ধামইরহাট উপজেলা সুধী সমাজের সহযোগিতায় ডিবেটিং ক্লাব গঠনের লক্ষে বিতার্কিক কর্মশালার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যানআজাহার আলী।

চিরিপাড়ের যুব সমাজ’র সভাপতি আবাবিল’রন সঞ্চালনায় ও চকময়রাম সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী’র সভাপতিত্বে কর্মশালায় মেধা সম্পন্ন উন্নত জাতি গঠনে বক্তব্য রাখেন ধামইরহাট নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, পরিবেশবাদী যুব সংগঠন গ্রীণ ভয়েস’র প্রধান সমন্বয়ক আলমগীর কবির, ইউপি ওবায়দুল হক সরকার, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, প্রধান শিক্ষক আব্দুর রহমান, সাবিহা ইয়াছমিন, মুকুল হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আশফাকুর রহমান, মহিলা সম্পাদক রুবায়েত বৃষ্টি, সম্পাদক মাবুদ হোসেন প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে