দুর্গাপুরে নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের নিয়ে কর্মশালা

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২; সময়: ৯:৫২ অপরাহ্ণ |
দুর্গাপুরে নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের নিয়ে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৯ নভেম্বর) সকাল ৯টায় ‘সোনালি আশেঁর সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদের মিনি হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা’র সভাপতিত্বে এবং উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রুবেল রানার সঞ্চালনায় ও বিনয় চন্দ্র রায়ের সার্বিক সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির উপ-পরিচালক কৃষিবিদ ফজলে রব, পাট অধিদপ্তরের সহকারি প্রকল্প পরিচালক (সমন্বয়) কৃষিবিদ ওসমান আলী শেখ, পাট উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ অজিত কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ আলী, দেলুয়াবাড়ি ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও নাবী পাট বীজ উৎপাদনকারী ৫০ জন চাষীদের বিভিন্ন উপহার প্রদান করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে