নিয়ামতপুরে সংবিধান দিবস পালিত

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২; সময়: ৮:৫১ অপরাহ্ণ |
নিয়ামতপুরে সংবিধান দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে পালিত হয়েছে প্রথমবারের মত সংবিধান দিবস। এ উপলক্ষে ৯ নভেম্বর বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। সভায় উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ বলেন, আন্তর্জাতিকভাবে গর্ব করার মত আমাদের অর্জন হল সংবিধান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য নেতৃত্বের কারণ অতি অল্প সময়ে আমরা একটি সংবিধান পেয়েছি। যেখানে সকল নাগরিকের অধিকারের কথা বলা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম।

উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজিনগর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউনিয়ন চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউনিয়ণ চেয়ারম্যান ওবাইদুল হক, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান বজলুর রহমান নঈম, রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর, পাড়ইল ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পদক জনি আহমেদ প্রমূখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে