‘ভালোভাবে পড়াশোনা করলে সুন্দরভাবে জীবন গড়া যায়’

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২; সময়: ২:১৭ অপরাহ্ণ |
‘ভালোভাবে পড়াশোনা করলে সুন্দরভাবে জীবন গড়া যায়’

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

বুধবার কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় শিক্ষার্থীদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম।

এসময় তিনি বলেন, এই কলেজের একাদশ শ্রেণীর সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে অনেক শিক্ষার্থী কৃতকার্য ও অকৃতকার্য হয়েছে।

বিশেষ করে যারা পরীক্ষায় অকৃতকার্য হয়েছো তাদের বলব, ভবিষ্যতে ভালো ফলাফল কীভাবে করতে হয় সেদিক লক্ষ্য রাখতে হবে। শিক্ষকদের সাথে সুসম্পর্ক ও শ্রেণীকক্ষে সঠিক পাঠাদান আদায় করতে হবে।

তাই ভালো ফল কিংবা সুন্দর একটি জাতি গঠনে শিক্ষার্থীদের পড়াশুনার বিকল্প নেই।

তিনি আরও বলেন, শিক্ষাটা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ কেউ কখনো কেড়ে নিতে পারে না। ভালোভাবে পড়াশোনা করলে সুন্দরভাবে নিজের জীবন গড়া যায়। কারও মুখাপেক্ষী হয়ে থাকতে হয় না।

এসময় কলেজের সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন মোল্লা ফজলুল হক, আবুল খায়ের, ফানাউল্যাহ, সেলিম হোসেন, ইকবাল আহমেদ মিঠু, ইউনুছ মোল্লা, ইয়ার আহমেদ, বিল্লাল হোসেন, প্রভাষক ইয়াছিন মিয়া, সাইফুল ইসলাম সুবজ, নিগার সুলতানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে