ঈশ্বরদীতে কালাচাঁদ ফকিরের ওরস শুরু

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২; সময়: ১২:৩৯ অপরাহ্ণ |
ঈশ্বরদীতে কালাচাঁদ ফকিরের ওরস শুরু

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী : ঈশ্বরদীতে কালাচাঁদ ফকির চিশতিয়া (র.) মাজারে পাঁচ দিনব্যাপী ওরশ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে দূরদূরান্ত থেকে হাজার হাজার আশেকান-জাকেরান ও ভক্তরা সেখানে সমবেত হতে শুরু করেছেন। মঙ্গলবার রাতে উপজেলার সাঁড়া গোপালপুর নতুন পাড়া মাজার শরীফ মাঠে আয়োজনের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা।

মাজার পরিচালনা কমিটির সভাপতি এস এম ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন ও সমাজ সেবক মাহাতাব উদ্দিন মোল্ল।

এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঈশ্বরদী পৌরসভার প্যানেল মেয়র আবুল হাশেম ও প্রেসক্লাবের সহসভাপতি খোন্দকার মাহাবুবুল হক দুদু ও সহসাধারণ সম্পাদক মহিদুল ইসলাম প্রমুখ। আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, প্রতিবছরের মতো এ বছরও অসংখ্য আশেকান-জাকেরান, ধর্মপ্রাণ ব্যক্তিরা মাজার শরিফে উপস্থিত হয়েছে।

ওরসে আসা সবার জন্য তবারকের ব্যবস্থা, রাত্রিযাপনের ব্যবস্থা ও বিভিন্ন যানবাহন রাখবার জন্য পার্কিংয়ের জায়গার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে