ঈশ্বরদিতে মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২; সময়: ১১:৫২ পূর্বাহ্ণ |
ঈশ্বরদিতে মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী : পাবনার ঈশ্বরদীতে বালুবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

বুধবার সকাল সাতটায় ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নান্টু বিশ্বাস (৩০)। সে উপজেলার মানিকনগর গ্রামের মফিজ বিশ্বাসের ছেলে। তিনি রূপপুর প্রকল্পের রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান রোসেম কোম্পানিতে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সকাল সাতটার দিকে নান্টু রূপপুর প্রকল্পের দিকে যাচ্ছিলেন। পথে দিয়াড় বাঘইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা নান্টু ঘটনাস্থলেই নিহত হন।

পাকশী হাইওয়ে পুলিশের ওসি আশীষ কুমার স্যানাল বলেন, নিহত ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে