ঐন্দ্রিলার শরীরে নতুন করে সংক্রমণ

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২; সময়: ৯:৪৯ পূর্বাহ্ণ |
খবর > বিনোদন
ঐন্দ্রিলার শরীরে নতুন করে সংক্রমণ

পদ্মাটাইমস ডেস্ক : চলতি মাসের প্রথম দিন স্ট্রোক করে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে যান কলকাতার ছোটপর্দার অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এরপর কেটে গেছে এক সপ্তাহ। কিন্তু শারীরিক অবস্থার বিশেষ কোনো উন্নতি হয়নি তার।

আরও একটি মন খারাপ করা খবর হলো, তার দেহে নতুন করে সংক্রমণ দেখা দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এই দুঃখজনক পরিস্থিতিতেও ঐন্দ্রিলাকে নিয়ে একটি আশাবাদী তথ্য দিয়েছেন তার প্রেমিক সব্যসাচী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানিয়েছেন, সাড়া দিচ্ছেন ঐন্দ্রিলা।

সব্যসাচী জানান, পুরোপুরি জ্ঞান না ফিরলেও তার শ্বাসপ্রশ্বাস আগের চেয়ে অনেকটা স্বাভাবিক হয়েছে। রক্তচাপও মোটামুটি স্বাভাবিক। জ্বরও কমেছে। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল হয়নি। কখনও ভালো, কখনও আবার মন্দ। ফলে কোনোটাই সঠিকভাবে বলতে পারছেন না চিকিৎসকরা।

ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন ঐন্দ্রিলা। কিছুদিন হলো একটু একটু করে সুস্থ হয়ে উঠছিলেন তিনি। এ সময় তার পাশে ছায়ার মতো ছিলেন প্রেমিক সব্যসাচী চৌধুরী। ঐন্দ্রিলা ফিরেছিলেন শুটিংয়েও। চলতি মাসে দিল্লি যাওয়ার কথা ছিল তার। সেকারণে শুটিং থেকেও ছুটি নিয়েছিলেন তিনি।

কিন্তু ১ নভেম্বর রাতে হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় তার। এরপর হাসপাতালে নিলে কোমায় চলে যেতে হয় তাকে। সপ্তাহখানেক পর যখন সাড়া দিলেন তখন জানা গেল, নতুন সংক্রমণ পাওয়া গেছে তার শরীরে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি দায়িত্বরত চিকিৎসকরা।

এদিকে ঐন্দ্রিলা অসুস্থ হওয়ার পর থেকে টলিউডে বিরাজ করছে শোকের ছায়া। টলিগঞ্জের সবাই কায়মনোবাক্যে তার আরোগ্য কামনা করছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে