‘বড় ঘোষণা’ আসছে: সমাবেশে সমর্থকদের উদ্দেশে ট্রাম্প

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২; সময়: ৯:৩১ পূর্বাহ্ণ |
‘বড় ঘোষণা’ আসছে: সমাবেশে সমর্থকদের উদ্দেশে ট্রাম্প

পদ্মাটাইমস ডেস্ক : আগামী ১৫ নভেম্বর ‘খুব বড় ঘোষণা’ আসছে বলে সমর্থকদের জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ওহাইওর একটি রাজনৈতিক সমাবেশে এই ঘোষণা দেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমি মঙ্গলবার (১৫ নভেম্বর), ফ্লোরিডার মার-এ-লাগোর পাম বিচে খুব বড় ধরনের একটি ঘোষণা দিতে যাচ্ছি।’ সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, স্থানীয় সময় মঙ্গলবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন থেকে বিরত থাকতে চান না তিনি।

জানা গেছে, ট্রাম্প মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের পরে ২০২৪ সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, প্রতি চার বছর অন্তর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদে নির্বাচন হয়। এই নির্বাচনের দুই বছরের মাথায় অনুষ্ঠিত হয় মধ্যবর্তী নির্বাচন। কংগ্রেসের নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের প্রতিটিতে এবং সিনেটের এক-তৃতীয়াংশ বা ৩৫টি আসনে ভোট হচ্ছে।

এছাড়া ৩৬টি অঙ্গরাজ্যের গভর্নর পদেও নির্বাচনে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে লড়াই হবে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এই নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে