নকিয়া আনল ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২; সময়: ৯:১৮ পূর্বাহ্ণ |
নকিয়া আনল ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন

পদ্মাটাইমস ডেস্ক : এইচএমডি গ্লোবালের মালিকানাধীন প্রতিষ্ঠান নকিয়া নতুন ফোন আনল। ফোনটির মডেল নকিয়া জি৬০ ৫জি। ডিভাইসটিতে ৩ বছরের অ্যানড্রয়েড আপডেট পাওয়া যাবে। এই ফোনে ৫জি সাপোর্টের সঙ্গে পাবেন শক্তিশালী চিপসেট, বড় ব্যাটারি ও ১২০ হার্জের ডিসপ্লে।

এই হ্যান্ডসেটে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৯৫ মডেলের চিপসেট। ব্যাকআপের জন্য এতে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি চলবে অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম। ডিসপ্লের উপরে থাকবে ওয়াটারড্রপ স্টাইল নচ। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় পাবেন ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর।

এইচএমডি গ্লোবাল জানিয়েছে নতুন নকিয়া ফোনে প্রতি মাসে সিকিউরিটি আপডেট পাঠানো হবে। ৬ জিবি র‌্যামের এই ফোনের স্টোরেজ ১২৮ জিবি। থাকছে ডুয়াল সিম সাপোর্ট। সাদা ও কালো রঙে কেনা যাবে নকিয়া জি৬০ ৫জি। এই ফোনে রয়েছে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লেতে ১২০ হার্জের রিফ্রেশ রেট থাকছে। ডিসপ্লের উপরে রয়েছে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন।

ফোনটির দাম আন্তর্জাতিক বাজারে ৩০ হাজার টাকা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে