নিয়ামতপুরে বিডিওর উদ্যোগে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিতা

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২; সময়: ৫:৩৮ অপরাহ্ণ |
নিয়ামতপুরে বিডিওর উদ্যোগে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে বেসরকারী প্রতিষ্ঠান (এনজিও) বরেন্দ্র ডেভেলেঅপমেন্ট অর্গানাইজেশন (বিডিও)’র সলিট প্রকল্পের আয়োজনে এবং আঁন্ধেরি হিলফে-বন, জার্মানীর সহযোগিতায় কিশোরী বিকাশ কেন্দ্রের কিশোরীদের অংশগ্রহনে চিত্রাঙ্কন, কেসষ্টোরি রাইটিং , বিতর্ক এবং কুইজ বিষয় নিয়ে বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

৮ অক্টোবর বেলা ১১টা থেকে বিডিও এর নিজস্ব কার্যালয়ের তৃতীয় তলার হল রুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিডিও এর কার্য নির্বাহী কমিটির সভাপতি নিয়ামতপুর সরকারী কলেজেল অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আলহাজ¦ আবুল ইব্রাহীমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

স্বাগত বক্তব্য রাখেন বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও) এর নির্বাহী পরিচালক আখতার হোসেন।
নাজমুল হকের সঞ্চালনায় বিশেষ উপস্থিত ছিলেন নিয়ামতপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক (অবঃ) আব্দুর জাব্বার, বরেন্দ্র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আতিকুল ইসলাম, বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সাবেক প্রোগ্রাম ম্যানেজার খাইরুল ইসলাম তোতা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ।

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন, কেসস্টোরি রাইটিং, বিতর্ক প্রতিযোতান বিজয়ীদের মাঝে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ পুরস্কার তুলে দেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে