নওগাঁয় গণপ্রকৌশলী দিবস ও আইডিইবি’র ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২; সময়: ২:৫৫ অপরাহ্ণ |
নওগাঁয় গণপ্রকৌশলী দিবস ও আইডিইবি’র ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ  : ‘টেকসই উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় গণপ্রকৌশলী দিবস ও আইডিইবি’র ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকালে শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উত্তম কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, আইডিইবি’র জেলা শাখার সভাপতি একেএম নাজমুল আলম, সাধারণ সম্পাদক ফেরাউল ইসলাম, যুগ্ম-সম্পাদক চন্দন কুমার দেব, কোষাধ্যক্ষ নিজামুল হকসহ অন্যান্যরা। র‌্যালীতে বিভিন্ন ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স অফিসার ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এছাড়াও সেখানে এক নৃত্য পরিবেশিত হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে