মটো ই২২এস: কম দামের ফোনে প্রিমিয়াম ডিসপ্লে

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২; সময়: ১০:৫৮ পূর্বাহ্ণ |
মটো ই২২এস: কম দামের ফোনে প্রিমিয়াম ডিসপ্লে

পদ্মাটাইমস ডেস্ক : সম্প্রতি আন্তর্জাতিক বাজারে এসেছে মটোরোলার নতুন ফোন মটো ই২২এস। সাশ্রয়ী দামের এই ডিভাইসে রয়েছে একাধিক ইউনিক ফিচার।

কম দামের এই ফোনে রয়েছে হোল পাঞ্চ ডিজাইনের ডিসপ্লে। বাজেট সেগমেন্টেও এই ফোনে প্রিমিয়াম ডিসপ্লে পাবেন। প্রসঙ্গত এটাই কোম্পানির সবথেকে সস্তার মোবাইল। কিন্তু বাজেট সেগমেন্টে এখন আরও অনেক দুর্দান্ত ফিচারের ফোন রয়েছে।

মটোরোলার নতুন এই হ্যান্ডসেট চলবে অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম। এই ফোনে থাকছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি আইপিএস ডিসপ্লে। এই ডিসপ্লেতে ৯০ হার্জ রিফ্রেশ রেট পাওয়া যাবে। ফোনের ভিতরে থাকছে মিডিয়াটেক হেলিও জি৩৭ চিপসেট। সেখানে ২.৩ গিগাহার্জের অক্টা-কোর প্রসেসর থাকছে। প্রসেসরে রয়েছে হাইপারইঞ্জিন প্রযুক্তি।

এই ফোনে রয়েছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। ব্যাকআপের জন্য ডিভাইসটিতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ১০ ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এই ফোনে ডুয়াল ৪জি সাপোর্ট থাকছে। সুরক্ষার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে