চারঘাটে শহর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২; সময়: ৬:০৫ অপরাহ্ণ |
চারঘাটে শহর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : আমার প্রশংসা নয়, আমার ভুলক্রটি ধরিয়ে দিয়ে সংশোধন এর মাধ্যমে আমাকে উন্নয়নের সুযোগ করে দেন। যেসকল সমস্যা রয়েছে তা অতিশীঘ্রই বাস্তবায়ন করা, রাজস্ব খাতে ট্যাক্স আদায় ও পৌর কর পরিশোধ সাপেক্ষে সকল জনগনের সেবা প্রদানের নিশ্চিত করা হবে। চারঘাট পৌরসভা আয়োজনে চারঘাটে শহর সমন্বয় টিএলসিসি কমিটির ত্রৈমাসিক সভায় এসব কথা বলেন পৌর মেয়র একরামুল হক।

সোমবার সকাল ১১টায় পৌরসভা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র একরামুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পৌর সভার প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব রেজাউল করিম, উপজেলা সমবায় কর্মকর্তা সুভাষ কুমার সরকার, বাঘা উপজেলা কমপ্লেক্্র অবসরপ্রাপ্ত পঃপঃ কর্মকর্তা ও বিশিষ্ঠ সমাজসেবক ডাঃ সিরাজুল ইসলাম।

এছাড়া অন্যাদের মধ্যে বক্তব্য দেন ইউজিআইআইপি-৩ প্রকল্প সিনিয়র প্রকৌশলী হুমায়ন কবির, চারঘাট পুলিশ কমিউনিটি ডে চারঘাট সমন্বয় কমিটির সভাপতি ও পেশাজীবি শ্রী বজ্রহরি দাস, মহিলা কাউন্সিলর তামিয়ন্নেছা, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, ৯নং ওয়ার্ড জামাল হোসেন, ৫নং ওয়ার্ড আজমল হোসেন মতি, টিএলসিসি কমিটির সদস্য সবুর আলী ও নজরুল ইসলামবাচ্চুসহ এনজিও প্রতিনিধি, পেশাজীবি, এবং শহর সমন্বয় টিএলসিসি কমিটির ৩০জন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে