শিবগঞ্জের ত্রিমোহনী সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২; সময়: ৫:২২ অপরাহ্ণ |
শিবগঞ্জের ত্রিমোহনী সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : শিবগঞ্জ উপজেলার নবনির্মিত ত্রিমোহনী সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ সেতুর উদ্বোধন করেন। দেশব্যাপী একসাথে এক’শ সেতুর উদ্বোধনের অংশ হিসেবে ত্রিমোহনী সেতুর উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী দেশের ২৫টি জেলায় বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত মোট ৫ হাজার ৪৯৪ মিটার দৈর্ঘ্যের ১০০টি সেতুর উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। প্রসঙ্গত, শিবগঞ্জ উপজেলার কানসাট-গোমস্তাপুর সড়কের ত্রিমোহনী বাজারে নির্মিত ৪২ মিটার দৈর্ঘ্যরে ত্রিমোহনী সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৫ কোটি ৪৮ লাখ টাকা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে