‘পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে’

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২; সময়: ২:৩৭ অপরাহ্ণ |
‘পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে’

নিজস্ব প্রতিবেদক, পোরশা : পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। খেলাধুলা করে অনেকে আজ বিশ্বের দরবারে তাদের দেশকে পরিচিত করেছে।

আমাদের দেশ ক্রিকেট, ফুটবল খেলায় সাফাল্য অর্জন করেছে। বিশ্বের দরবারে আজ আমরা পরিচিত একটি সফল রাষ্ট্র। এতে আমাদের দেশের খেলোয়াড়দের অবদান রয়েছে। তারাও এক সময় তোমাদের মত ছাত্র ছিল।

আমি আসা করি তোমরাও এক সময় আমাদের দেশের সেরা খেলোয়াড় হবে। বর্তমান সরকার বিভিন্ন খেলা ও সংস্কৃতিক কর্মকান্ড উন্নয়নে কাজ করছে।

এর অংশ হিসেবে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের নির্দেশনায় এ উপজেলায় আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সংগঠনের সদস্যদের মাঝে ফুটবল বিতরণ করে যাচ্ছি।

ভবিষ্যতেও এ লক্ষ্যেই কাজ করবো। সোমবার তার কার্যালয়ে শিক্ষার্থীদৈর মাঝে ফুটবল বিতরণকালে কথাগুলো বলেন, নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।

এডিপি’র অর্থায়নে ফুটবল বিতরণের সময় নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আবু রাইহান মুন্নাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে