রাজশাহীতে চুরি যাওয়া বাস সিরাজগঞ্জে উদ্ধার

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২; সময়: ৯:৪৩ অপরাহ্ণ |
রাজশাহীতে চুরি যাওয়া বাস সিরাজগঞ্জে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর শিরোইল শহিদ কামারুজ্জামান বাস টার্মিনাল এলাকা হতে চুরি যাওয়া বাস সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার বোয়ালিয়া বাজার এলাকা হতে উদ্ধার করেছে আরএমপির বোয়ালিয়া মডেল থানা পুলিশ। শনিবার দুপুরে পুলিশ বাসটি উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাস চোররা পালিয়ে যায়।

পুলিশ জানান, গত ৩ নভেম্বর রাত সাড়ে ১০ টায় ঢাকা-রাজশাহী রোডের রজনীগন্ধা পরিবহণের ১টি বাস চালক রান্টু ও সহকারি কাজল মহানগরীর শিরোইল শহিদ কামারুজ্জামান বাস টার্মিনাল গেইটের পার্শ্বের পার্কিং করে রাখেন। ভোর ৫ টার দিকে এসে দেখেন বাসটি নাই। চালক রান্টু বিষয়টি ম্যানেজার মনিরুল ইসলামকে জানান। পরবর্তীতে রান্টু ও মনিরুল বাসটি খোঁজাখুজিঁ শরু করেন। কিন্তু কোথাও না পেয়ে মনিরুল ইসলাম এ সংক্রান্তে বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি টিম চুরি যাওয়া বাস উদ্ধার ও আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করেন। বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় সিসিটিভি ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এবং গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জে অভিযান চালায়।

এ সময় সলঙ্গা থানার বোয়ালিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে চুরি যাওয়া রজনীগন্ধা পরিবহণের বাসটি উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে