নাটোরে মাদক পাচারের সময় ৩ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২; সময়: ৬:০৫ অপরাহ্ণ |
নাটোরে মাদক পাচারের সময় ৩ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে তল্লাশী চালিয়ে দুটি প্রাইভেট কারে করে মাদক পাচারের সময় শাহিন হোসেন সবুজ (২৭), আসাদুল ইসলাম (২৫) ও হৃদয় মোল্লা (২৫) নামে মাদক ব্যবসায়ী ৩ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এসময় ২১ কেজি গাঁজা ও ১১৩ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দুটি প্রাইভেট কার জব্দ করা হয়।

রোববার ভোর রাতে শহরতলির পূর্ব হাগুরিয়ার মেসার্স এফএনএ ফিলিং স্টেশন এলাকায় এই অভিযান চালায় র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল।

উদ্ধার হওয়া ২১ কেজি গাঁজা ও ১১৩ বোতল ফেনসিডিল কুমিল্লা থেকে রাজশাহীতে নিয়ে যাওয়া হচ্ছিল।

র‌্যাব সুত্র জানায়, রোববার ভোর রাতে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল নাটোর জেলার সদর উপজেলার পূর্ব হাগুরিয়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় দুটি প্রাইভেট কারে তল্লাশী চালাতে গেলে কারের চার আরোহী পালানোর চেষ্টা করে। এসময় একজন পালিয়ে গেলেও তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

পরে তল্লাশী করে প্রাইভেট কারের পিছনের ব্যাকডালা বক্স এর ভিতরে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহিন হোসেন সবুজ পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে, আসাদুল ইসলাম একই উপজেলার ফরিদপুর ঢাখপিাড়া এলাকার হারুন উদ্দিনের ছেলে এবং হৃদয় মোল্লা নাটোরের বড়াইগ্রাম উপজেলাররাজাপুর গ্রামের ইদ্রিসের ছেলে।

এ ঘটনায় নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে