তানজানিয়ায় লেকে আছড়ে পড়ল যাত্রীবাহী বিমান

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২; সময়: ৩:৪৬ অপরাহ্ণ |
তানজানিয়ায় লেকে আছড়ে পড়ল যাত্রীবাহী বিমান

পদ্মাটাইমস ডেস্ক : তানজানিয়ায় বুকোবা অঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বুকোবার বিমানবন্দরে অবতরণের চেষ্টাকালে বিমানটি একটি লেকে আছড়ে পড়ে। এমন তথ্য জানিয়েছে তানজানিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিবিসি।

টিবিসি তাদের প্রতিবেদনে বলেছে, প্রিসিসন এয়ারের দুর্ঘটনাকবলিত বিমান থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। বিমানটিতে কতজন ছিলেন এবং কেউ মারা গেছেন কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিমানটি তানজানিয়ার রাজধানী দার ই সালাম থেকে উড্ডয়নের পর অতিবৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে। এরপর এটি ভিক্টোরিয়া লেকে আছড়ে পড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে দেখা যায়, লেকে আছড়ে পড়া বিমানটি প্রায় ডুবে গেছে। শুধুমাত্র বিমানটির সবুজ ও ধূসর রঙের লেজটি দেখা যাচ্ছিল।

সংবাদমাধ্যম টিবিসি জানিয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধারকারীরা পৌঁছেছেন। তারা উদ্ধারকাজ চালাচ্ছেন।

তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। টুইটে তিনি বলেছেন, প্রিসিসন এয়ারের বিমান দুর্ঘটনার দুঃখজনক খবর জানতে পেরেছি আমি। এ মুহূর্তে শান্ত থাকতে হবে এবং যখন উদ্ধারকাজ চলছে আমাদের সকলকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে