পত্নীতলায় জনসচেতনতায় অগ্নি নির্বাপণ মহড়া

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২; সময়: ৩:৪৯ অপরাহ্ণ |
পত্নীতলায় জনসচেতনতায় অগ্নি নির্বাপণ মহড়া

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নি কান্ডের ঘটনায় অনেক প্রাণহানী হচ্ছে তাই মানুষকে আরো সচেতন করতে অগ্নিকাণ্ড ও যে কোনও দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের যানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় অগ্নি নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ নভেম্বর )সকাল ১০ টার দিকে পত্নীতলার আশ্রয়ন প্রকল্পের আদর্শগ্রামে পত্নীতলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সএর ওয়্যারহাউজ ইন্সপেক্টর রায়হান ইসলামের নেতৃত্বে জনসচেতনতায় এ মহড়ায় পত্নীতলা ইউপি চেয়ারম্যান ওবায়দুল, স্থানীয় ইউপি সদস্য, আশ্রয়ন প্রকল্পের সভাপতি ও সেক্রেটারী সহ ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, জনসাধারণ উপস্থিত ছিলেন।

এসময় ফায়ার সার্ভিসের সদস্যরা গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে, কি করতে হবে, শর্ট সার্কিট থেকে আগুন লাগলে, কারো শরীরে বিদ্যুৎ শকট হলে তাকে খালি হাতে ধরা যাবে না, গায়ে আগুন লাগলে মাটিতে গড়াগড়ি দিয়ে নিভানো যায়, দ্রুত অগ্নি নির্বাপণের নানা কৌশল প্রদর্শনীর মাধ্যমে শিখিয়ে দেন।

সাপে দংশন করলে কামড়ানোর স্থান হতে ১০ সেমি উপরে গিট দিয় বেধে দ্রুত হাসপাতালে নিতে হবে, সড়ক দুর্ঘটনা সহ নানা বসিয়ে রক্ষা পেতে নানা কৌশল দেখিয়ে দেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে