কচুয়ায় শান্তিপূর্ণভাবে এইচএসসি ও আলিম পরীক্ষা

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২; সময়: ২:২৫ অপরাহ্ণ |
কচুয়ায় শান্তিপূর্ণভাবে এইচএসসি ও আলিম পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার অনুষ্ঠিত এইচএসসি ও আলিম পরীক্ষায় ২ হাজার ৬শত ৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৬শত ১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

তন্মধ্যে ৭৬ জন পরীক্ষার্থী প্রথম দিনে অনুপস্থিত রয়েছেন। এ বছর কচুয়ায় ৭টি কেন্দ্রে এইচএসসি ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে শেষ করতে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান ও এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন কচুয়ার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

এইচএসসি ও সমমান পরীক্ষার ১ম দিনে কচুয়ায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে ।

এদিকে কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে ৬৩৫ জন, সাচার ডিগ্রি কলেজে ২৯৪ জন, শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজে ১৬৫ জন, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে ৩৮১ জন,আশেক আলী খান উচ্চ বিদ্যালয় কলেজে ৪০১ জন, নিন্দপুর এমকে আলমগীর উচ্চ বিদ্যালয় কলেজে ২৪৫ জন এবং নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে ৪৯৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে