পাকিস্তানকে হারালেই সেমিফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২; সময়: ৯:৪১ পূর্বাহ্ণ |
খবর > খেলা
পাকিস্তানকে হারালেই সেমিফাইনালে বাংলাদেশ

পদ্মাটাইমস ডেস্ক : টি-২০ বিশ্বকাপে গ্রুপ-২ থেকে শেষ চার নিশ্চিত করতে পারেননি কোনো দলই। হারলে বিদায় আর জিতলে সেমিফাইনাল— এমন অবস্থায় রোববার মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান। আর সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প নেই টাইগারদের সামনে।

বাংলাদেশ-পাকিস্তান দুদলই চার ম্যাচ খেলে জিতেছে দুই ম্যাচ। সমান ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের তিনে পাকিস্তান ও পাঁচে বাংলাদেশ। তবে বাংলাদেশের বিপক্ষে হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে পাকিস্তান। পাকিস্তানকে হারলেই ৬ পয়েন্ট হবে বাংলাদেশের। বর্তমানে গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত। আর ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা।

সকালে দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসের কাছে হেরেছে। দক্ষিণ আফ্রিকা হেরে পাঁচ পয়েন্ট নিয়ে আটকে থাকল। সুতরাং ৬ পয়েন্ট নিয়ে শেষ চারে পা রাখতে পারবে সাকিবের দল। দক্ষিণ আফ্রিকা হেরে খুলে গেল বাংলাদেশের সেমিফাইনালের দরজা।

টি-২০ বিশ্বকাপে গ্রুপ-১ থেকে স্বাগতিক অস্ট্রেলিয়াকে বিদায় করে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। আর সেই সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চার নিশ্চিত করে নিউজিল্যান্ড।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে