গানে গানে মুখর বরিশালের সমাবেশস্থল

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২; সময়: ১২:৫৩ অপরাহ্ণ |
গানে গানে মুখর বরিশালের সমাবেশস্থল

পদ্মাটাইমস ডেস্ক : গানে গানে মুখর হয়ে উঠেছে বরিশালে বিএনপির সমাবেশস্থল। প্রধান মঞ্চ থেকে পরিবেশিত গান উপভোগ করছেন বিভিন্ন জেলা থেকে আসা বিএনপির নেতা-কর্মীরা। শনিবার (৫ নভেম্বর) সকাল থেকে সমাবেশস্থলের প্রধান মঞ্চ ও তার আশেপাশে বিরাজ করছে অনুষ্ঠানের আমেজ। সমাবশেকে কেন্দ্র করে ক্রমশ ভিড় বাড়ছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন বিভিন্ন জেলার বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতারা। যাদের স্লোগানে মুখরিত হচ্ছে সমাবেশস্থল। এই সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করতে কাজ করছে জাসদ। নানা ধরনের ব্যানার, ফেস্টুন নিয়ে লাল-সবুজে সেজেছে সমাবেশের মাঠ। তবে পরিবহন ধর্মঘটের কারণে বরিশালে আসতে নেতা-কর্মীদের ভোগান্তি পোহাতে হয়েছে।

সমাবেশ সফল করতে পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালীসহ বিভিন্ন জেলা থেকে এখনো নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসছেন। গণপরিবহন ও লঞ্চ বন্ধ থাকলেও বিকল্প উপায়ে নেতা-কর্মীরা উপস্থিত হচ্ছেন। সড়কে অনেকেই পুলিশের বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ তুলেছেন।

পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি বলেন, আমাদের জেলার নেতারা ধর্মঘটের কারণে পথে অনেক ভোগান্তির শিকার হয়েছেন। তবে সমাবেশস্থলে বেশিরভাগ নেতা-কর্মীরা এসে পৌঁছেছেন।

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, আমরা সমাবেশস্থলে জাসদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছি। অনেক দিন পর এতো মানুষ নিয়ে বিএনপির সমাবেশ করছি। দ্রব্যমূল্য বৃদ্ধি, লাগাতার লোডশেডিং, দুর্নীতি, লুটপাট, মামলা-হামলা, গুম-হত্যা, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিভাগীয় গণসমাবেশ আমরা যেকোনো মূল্যে সফল করব।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে