হোয়াটসঅ্যাপে একসঙ্গে ৩২ জনকে ভিডিওকল

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২; সময়: ১০:০৬ পূর্বাহ্ণ |
হোয়াটসঅ্যাপে একসঙ্গে ৩২ জনকে ভিডিওকল

পদ্মাটাইমস ডেস্ক : মেটার মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপের নতুন আপডেট মেসেজিং অ্যাপটিকে বদলে আরও কমিউনিটি বান্ধব করেছে।

আগে যেখানে একটি গ্রুপে সর্বোচ্চ ২০০ জনকে রাখা যেত, এখন নতুন আপডেটে একই গ্রুপে যুক্ত করা যাবে ১ হাজার ২৪ জনকে।

এমনকি একসঙ্গে গ্রুপে ৩২ জনকে দেয়া যাবে ভয়েস ও ভিডিওকল। এর আগে সর্বোচ্চ ৮ জনকে গ্রুপকলে ভয়েস বা ভিডিওকল দেয়া যেত।

পাশাপাশি ফেসবুক, টুইটারের মতো চালু হয়েছে পোল সিস্টেম। যে কোনো ইস্যু ও মতামত জানানোর সুবিধার্থে গ্রুপগুলোতে ভোটাভুটির ব্যবস্থাও থাকবে।

এবার গ্রুপের এডমিনদেরও অন্যদের মেসেজ ডিলিট করার অপশন দেয়া হয়েছে। একই সঙ্গে গ্রুপ অ্যাডমিনরা ক্যাটাগরির ওপর ভিত্তি করে একাধিক গ্রুপকে একই ছায়াতলে রেখে পরিচালনা করার সুযোগ দেয়া হয়েছে হোয়াটসঅ্যাপে।

ফাইল পাঠানোর ক্ষেত্রেও আগের থেকে আরও বড় ফাইল পাঠানোর সুযোগ রাখা হয়েছে এবারের হোয়াটসঅ্যাপে। ইমোজির সংখ্যাও বাড়ানো হয়েছে।

গত আগস্টে পরীক্ষামূলক আপডেটের সময় না পেলেও এখন পুরো বিশ্বের সঙ্গে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীরাও নতুন আপডেটটি পাবেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে