সুজানগরে জাতীয় সংবিধান দিবস পালিত

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২; সময়: ৫:৪৩ অপরাহ্ণ |
সুজানগরে জাতীয় সংবিধান দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রথমবারের মত পালিত হয়েছে জাতীয় সংবিধান দিবস-২০২২। দিবসটি পালন উপলক্ষ্যে সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (৪ নভেম্বর) সকালে স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অংশগ্রহনে এক র‌্যালি বের হয়।

র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংবিধান দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন, সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা ও শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী প্রমুখ।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম বলেন, সংবিধান একটি দেশের দর্পন সংবিধান ছাড়া কোন দেশ চলতে পারেনা। সংবিধানের মাধ্যমে একটি দেশ সুষ্ঠভাবে পরিচালিত হয়।

এ সময় তিনি আরো বলেন,আন্তর্জাতিকভাবে গর্ব করার মত আমাদের অর্জন হল সংবিধান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য নেতৃত্বের কারণে অতি অল্প সময়ে আমরা একটি সংবিধান পেয়েছি। যেখানে সকল নাগরিকের অধিকারের কথা বলা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে