দুর্গাপুরে ‘জাতীয় সংবিধান দিবস’ উপলক্ষে র‍্যালী ও আলোচনা

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২; সময়: ৪:৪৬ অপরাহ্ণ |
দুর্গাপুরে ‘জাতীয় সংবিধান দিবস’ উপলক্ষে র‍্যালী ও আলোচনা

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংবিধান দিবস – ২০২২ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) সকালে র‍্যালী শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোতালেব মোল্লা, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ ফরিদ হোসাইন, উপজেলা সমবায় অফিসার আসগর আলী, পাটবীজ কর্মকর্তা রুবেল হক।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী আব্দুল মজিদ, দুর্গাপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক বিমল চন্দ্র প্রামানিক, দুর্গাপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক রানাউল আলম রানা, উপজেলা স্কাউট কমিশনার আজিজুল ইসলাম, উপজেলা উপ-প্রশাসনিক কর্মকর্তা আফসার আলী, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক রাজু আহম্মেদ, উপজেলা টেকনিশিয়ান আমিনুল ইসলাম সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, স্কাউট ও রোভার স্কাউট এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপস্থিত সকলের উদ্দেশে জাতীয় সংবিধান সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে