দেশি চিনির দাম কেজিতে বাড়ল ১৪ টাকা

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২; সময়: ১০:২৭ পূর্বাহ্ণ |
দেশি চিনির দাম কেজিতে বাড়ল ১৪ টাকা

পদ্মাটাইমস ডেস্ক : বাজারে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে বিক্রির মধ্যেই রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চিনির দাম কেজিতে ১৪ টাকা বাড়ানো হয়েছে।বৃহস্পতিবার বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে সরকারি এই চিনির দাম কেজি প্রতি ১৪ টাকা করে বাড়ানোর কথা জানানো হয়।

বিএসএফআইসির প্রধান বিক্রয় কর্মকর্তা মাযহার উল হক খানের সই করা বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক ও দেশীয় চিনির বাজার মূল্যর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশি প্যাকেটজাত এক কেজি চিনির দাম ৮৫ টাকা থেকে বাড়িয়ে ৯৯ টাকা নির্ধারণের কথা জানানো হয়। কোনো বিক্রেতা এর থেকে বেশি দামে দেশি চিনি বিক্রি করতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

কয়েকদিন ধরেই বাজারে চিনির সংকট দেখা দিয়েছে। অনেক দোকানে চিনি পাওয়াই যাচ্ছে না। কিছু দোকানে পাওয়া গেলেও কেজি প্রতি দাম গুনতে হচ্ছে ১১০-১২০ টাকা করে। গ্যাস সংকট ও যথাসময়ে আমদানি না করতে পারায় চিনির সংকট দেখা দিয়ে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। যার কারণে এমন সংকট দেখা দিয়েছে।

চিনির এমন সংকট হলে গতকাল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী দাবি করেন, এখনো দেশে যে পরিমাণ চিনি আছে তাতে জানুয়ারি পর্যন্ত কোনো ঘাটতি হবে না। এমন অবস্থার মধ্যে চিনির দাম বাড়ানোর তথ্য এলো।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে