সম্মেলন সামনে রাবি ছাত্রলীগের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২; সময়: ৮:৩৩ অপরাহ্ণ |
সম্মেলন সামনে রাবি ছাত্রলীগের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, রাবি : আগামী ১২ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিভিন্ন সময়ে বহিষ্কৃত হওয়া শাখা ছাত্রলীগের তিন নেতার বহিষ্কারাদেশ সম্মেলনের মাত্র ৯ দিন আগে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রত্যাহারের বিষয়টি জানানো।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, নিজ আবেদনের প্রেক্ষিতে রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়, উপ-গণশিক্ষ বিষয়ক সম্পাদক আব্দুল হক এবং উপ-মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আবু হাশেম এর উপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

উল্লেখ্য, ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের হুমকি দেওয়ার দায়ে আব্দুল হক ও মো. আবু হাশেমকে ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর সাময়িক বহিষ্কার করা হয়েছিলো।

অন্যদিকে, রাবির ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষায় প্রক্সি কান্ডের সাথে মুশফিক তাহমিদ তন্ময়ের জড়িত থাকার বিষয়টি প্রকাশ্যে আসার পরে গত ৪ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বহিষ্কার করা হয়েছিলো।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে