জেলহত্যা দিবসে শহীদ কামারুজ্জামানের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২; সময়: ৫:৩৯ অপরাহ্ণ |
জেলহত্যা দিবসে শহীদ কামারুজ্জামানের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি

জ্যেষ্ঠ প্রতিবেদক, পবা : জেল হত্যা দিবসে শহীদ জাতীয় চার নেতার অন্যতম এএইচএম কামারুজ্জামান হেনার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন পবা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

বৃহস্পতিবার সর্বস্তরের মানুষের শ্রদ্ধার ফুলে ভরে ওঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এএইচএম কামারুজ্জামান হেনার সমাধিস্থল।

এদিন সকালে রাজশাহীর কাদিরগঞ্জস্থ পারিবারিক কবরস্থানে পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নেতৃবৃন্দ।

এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ, জাতীয় চার নেতাসহ দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পবা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ পলাশ, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, পবা উপজেলা আওয়ামী লীগ (সাবেক) সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, (সাবেক) প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, পারিলা ইউনিয়ন আ’লীগের সভাপতি সোহরাব আলী, সাধারণ সম্পাদক নবিবর রহমান।

আরও উপস্থিত ছিলেন, নওহাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক কামরুল হাসান, কাটাখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, দর্শনপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক জেবর আলী, হড়গ্রাম ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, পবা উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম রাজুসহ উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে