জেমি ডে’কে ক্ষতিপূরণ দিতে বাফুফেকে নির্দেশ দিলো ফিফা

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২২; সময়: ১১:০৮ পূর্বাহ্ণ |
খবর > খেলা
জেমি ডে’কে ক্ষতিপূরণ দিতে বাফুফেকে নির্দেশ দিলো ফিফা

পদ্মাটাইমস ডেস্ক : ২০২২ সালের আগস্ট পর্যন্ত জেমি ডের সঙ্গে চুক্তি ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই নানা ইস্যুতে জানুয়ারিতেই বরখাস্ত করা হয় এই ইংলিশ কোচকে। এই ঘটনার পর ফিফার কাছে জেমি নিজের বকেয়া বেতন-ভাতার দাবিতে অভিযোগ জানায়।

অবশেষে গতকাল (বুধবার) এই অভিযোগের রায় দেয় ফিফা। জেমি ডে’কে আর্থিক জরিমানা দেওয়ার জন্য বাফুফেকে নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ গণমাধ্যমকে জানান, ‘জাতীয় দলের সাবেক কোচ জেমি ডে বেতন-ভাতা সম্পর্কিত বিষয়ে ফিফার কাছে আবেদেন করে। এরপর ফিফা থেকে জেমি ডেকে নির্দিষ্ট পরিমাণ আর্থিক জরিমানা দিতে বলা হয়েছে। আমাদের লিগ্যাল ডিপার্টমেন্ট এ নিয়ে কাজ করছে। আপিলের সুযোগ আছে কিনা দেখা হচ্ছে’।

ইংলিশ কোচ জেমি ডে’র চুক্তি থাকা অবস্থাতেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় বাফুফে। চুক্তি অনুযায়ী জেমি বেতন-ভাতা পেতে ফিফার কাছে আবেদন করে। এ বছর আগস্ট পর্যন্ত বাফুফের সঙ্গে চুক্তি ছিল জেমি ডের, কিন্তু বাফুফে গত বছর সাফের আগেই জেমিকে সরিয়ে জাতীয় দলের দায়িত্ব দেয় বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনকে।

এরপর শ্রীলংকায় অনুষ্ঠিত চার জাতি টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব দেওয়া হয় আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমসকে। তবে গত জানুয়ারি থেকে জাতীয় দলের দায়িত্ব পালন করে আসছেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

কোচ নিয়ে বাফুফের এমন ক্ষতিপূরণের ঘটনা নতুন নয়। এর আগেও ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের সহকারী রেনে কোস্টারের সাথেও বাফুফের বেতন-ভাতা নিয়ে ঝামেলা হয়েছিলো। তখন বাফুফেকে দিতে হয় বড় অংকে

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে