‘পরাণ’-এর আয় নিয়ে নির্মাতা খিজিরের সন্দেহ

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২২; সময়: ১০:৪৬ পূর্বাহ্ণ |
খবর > বিনোদন
‘পরাণ’-এর আয় নিয়ে নির্মাতা খিজিরের সন্দেহ

পদ্মাটাইমস ডেস্ক : কোরবানি ঈদ উপলক্ষে গত ১০ জুলাই মুক্তিপ্রাপ্ত ‘পরাণ’ প্রেক্ষাগৃহে ১০০ দিন পার করেছে। এরপরই সিনেমাটির মোট আয়ের একটি হিসাব পাওয়া যায়। জানা গেছে, এ পর্যন্ত ১৫ কোটি টাকার টিকিট বিক্রি করেছে পরাণ। প্রযোজকের ঝুলিতে (লভ্যাংশ) জমা পড়েছে ৩ কোটি টাকা।

তবে ‘পরাণ’-এর আয়ের তথ্যটি বিশ্বাসযোগ্য মনে হয়নি চলচ্চিত্র নির্মাতা খিজির হায়াত খানের। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন। আজ বুধবার খিজির নিজের ফেসবুকে লেখেন, “তো সুপারহিট সিনেমা ‘পরাণ’ টিকিট সেল করল ১৫ কোটি আর প্রোডিউসার পেল মাত্র ৩ কোটি। বাকি ১২ কোটি কে নিল, কেন নিল? জাতি জানতে চায়।”

এদিকে ১২ কোটি টাকা কোথায় গেল— প্রশ্নটির উত্তর দিয়েছেন সিনেমাটির পরিবেশন দ্য অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান অভি। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এটাকে অনেকে কাউন্টার সেল বলে, কেউ গ্রস সেল বলে, কেউ আবার টিকিট বিক্রি থেকে অর্জিত অর্থ বলে। যে হিসাবটি প্রকাশ পেয়েছে, সেটার মধ্যে সরকারের অংশ আছে, প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের অংশ আছে, বুকিং এজেন্টের অংশ আছে, এরপর আমরা টাকাটা পাই।’

অভি আরও বলেন, ‘টিকিট বিক্রির ১৫ কোটি টাকার যে হিসাব সামজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সেটি মূলত গ্রস সেল রিপোর্ট। ধরেন কোনো টিকিটের দাম ৩০০ টাকা। ভাগাভাগিটা কিন্তু ৩০০ টাকার ওপরে হয় না। সিনেপ্লেক্সে ৩০০ টাকার টিকিটে অ্যাডমিন ফি থাকে একটা, যেটা হয়তো ১২৩ টাকা বা ১০০ টাকা, এটার ওপর ভাগাভাগিটা হয়।’

তবে ১৫ কোটি টাকার টিকিট বিক্রি তথ্যটি সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত নন সিনেমাটির প্রযোজক তামজিদ অতুল। তিনি জানিয়েছেন, সিনেমা বাজেট ৮৩ লাখ টাকা। তবে প্রফিট এখনও হিসাব করা হয়নি এবং টিকিট ১৫ কোটি টাকার বিক্রি নিশ্চিত না।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘পরাণ’। কেন্দ্রিয় চরিত্রগুলোর একটিতে অভিনয় করেছেন মিম। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন শরিফুল রাজ ও ইয়াশ রোহান। ছবির প্রযোজক লাইভ টেকনোলোজিস। রায়হান রাফী নির্মিত এই চলচ্চিত্রের চিত্রনাট্য করেছেন শাহাজাহান সৌরভ ও রাফী নিজেই।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে