রাজশাহীতে মোবাইল চোর চক্রের মূল হোতা সুমন ও রকি গ্রেপ্তার

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২২; সময়: ১০:৩৮ অপরাহ্ণ |
রাজশাহীতে মোবাইল চোর চক্রের মূল হোতা সুমন ও রকি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে মোবাইল ফোন চোর চক্রের মুল হোতা সুমন আলী (৩৮) ও  হাসিবুল আলম রকি (৩৭) কে গ্রেপ্তার করেছে বগুড়া এপিবিএন-৪ একটি টিম। বুধবার সকালে কাঁটাখালি চককাপাসিয়া এলাকা থেকে ৫ টি চুরি করা মোবাইল ফোনসহ তাদের দুই জনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।

বুধবার রাত ১০ টার দিকে গ্রেপ্তারকৃত দুই চোরকে আরএমপি কাঁটাখালি থানায় নিয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান আর্মড পুলিশ ব্যাটালিয়ান বগুড়া-৪ (এপিবিএন) এর সহকারী পুলিশ সুপার মোহাম্মাদ তৌফিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃত সুমন আলী (৩৮) মতিহার থানা ধরমপুর এলাকার একরাম আলীর ছেলে ও হাসিবুল আলম রকি (৩৭) মতিহার কাজলা এলাকার নুর হাসানের ছেলে।

প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের আরো জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আর্মড পুলিশ ব্যাটালিয়ান বগুড়া-৪ (এপিবিএন) সুযোগ্য অধিনায়ক (এ্যডিশনাল ডিআইজি সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবার দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার মোহাম্মাদ তৌফিকুল ইসলামের তত্বাবধানে এসআই উৎপল কুমার সরকারের নেতৃত্বে একটি অভিযানিক দল কাঁটাখালি চককাপাসিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৫ টি চুরিকরা স্মার্ট ফোনসহ সুমন ও রকিকে হাতে নাতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পরে তারা পুলিশের কাছে স্বীকার করে, সাম্প্রতিক গত দুই দিন আগে রাজশাহী নগরীর ও রাবির বিভিন্ন ছাত্রাবাস থেকে মোবাইল ফোন গুলি চুরি করে দুই জন মিলে বিক্রির উদ্দেশ্যে যাওয়ার সময় তারা গ্রেপ্তার হয়।

রকি ও সুমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে। তারা র্দীঘদিন যাবত রাজশাহী নগরীর বিভিন্ন ছাত্রাবাস থেকে ও রাবি ছাত্রাবাস থেকে মোবাইল ফোন, ল্যাপটপ চুরি চক্রের মূল হোতা। এ ঘটনায় কাঁটাখালি থানায় একটি চুরি মামলা দায়ের করে করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে