জাল টাকায় ভোট কেনার বিষয় মিথ্যা দাবি করে রায়গঞ্জে জেলা পরিষদ সদস্যের সংবাদ সম্মেলন

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২২; সময়: ৯:৪৮ অপরাহ্ণ |
জাল টাকায় ভোট কেনার বিষয় মিথ্যা দাবি করে রায়গঞ্জে জেলা পরিষদ সদস্যের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সদ্য অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে নিরঙ্কুশ ভোটে বিজয়ী রায়গঞ্জ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গোলাম হাসান সুমন সরকারের বিরুদ্ধে ভোটারদের জাল টাকার বান্ডিল দেয়ার রটনাকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নির্বাচিত জেলা পরিষদ সদস্য গোলাম হাসান সুমন সরকার। বুধবার বিকালে রায়গঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। সভার সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি কে, এম রফিকুল ইসলাম। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম মোনায়েম খান সহ সকল সদস্যবৃন্দ, আওয়ামীলীগ ও যুবলীগের স্থানীয় নেতৃবৃন্দ ।

লিখিত বক্তব্যে তিনি বলেন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। তার বিপুল ভোটে বিজয়ী হওয়াকে কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি মেনে নিতে পারেনি। তারা এলাকায় ও রাজনৈতিক অঙ্গনে আমার মর্যাদা ক্ষুন্ন করার জন্য ঐ মিথ্যা ও বানোয়াট কাহিনী রটিয়ে সংবাদ মাধ্যমকে বিভ্রান্ত করেছে। এ ছাড়াও নির্বাচন কমিশন ও বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা করেছে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ও প্রকাশিত সংবাদের তিনি তীব্র প্রতিবাদ জানান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে