রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীর ইশতেহার ঘোষণা

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২২; সময়: ২:৪৭ pm |
রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীর ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আখতারুজ্জামান আখতার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শুক্রবার সকালে রাজশাহীর একটি কনভেনশন হলে এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি। জনপ্রতিনিধিদের জন্য বিশ্রামাগার, রাজশাহী প্রবেশ তোরণসহ ১০ দফা ইশতেহার ঘোষণা করেন আখতারুজ্জামান আখতার।

তিনি বলেন, ‘রাজশাহীর ইতিহাস, ঐতিহ্যের সাথে মিল রেখে রাজশাহী জেলাতে প্রবেশের তিন দিকে তিনটি আকর্ষনীয় ‘প্রবেশ তোরণ’ নির্মাণ করাসহ রাজশাহী জেলা পরিষদের অব্যবহৃত ভূমি জেলা তৃণমূলে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করে জনগণের কল্যাণে কল্যাণে ব্যবহার করা এবং রাজশাহীর ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি ধারণ করে বর্তমান প্রজন্মের জন্য রাজশাহী জেলা পরিষদের অর্থায়নে একটি সংগ্রহশালা ও গ্রন্থাগার গড়ে তুলবো যদি আমি নির্বাচিত হই।’

এসময় আখতারুজ্জামান আখতারের প্রধান নির্বাচনী এজেন্ট এ্যাড. আবু রায়হান মাসুদ উপস্থিত ছিলেন।

আগামী ১৭ অক্টোবর ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী জেলা পরিষদের। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, নয়টি সাধারণ ওয়ার্ডে ২৯ জন এবং তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ লক্ষ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে